কেমডেনের প্রথম বাংলাদেশী মহিলা মেয়র সিলেটি মেয়ে নাদিয়া শাহ

কেমডেনের প্রথম বাংলাদেশী মহিলা মেয়র সিলেটি মেয়ে নাদিয়া শাহ
নাদিয়া শাহ


অহঙ্কারের তালিকায় আরেক নাদিয়া

বৃটিশ বাংলাদেশীদের অহঙ্কারের তালিকায় আরেক নাদিয়ার নাম যুক্ত হচ্ছে। ইউকের মধ্যে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন নাদিয়া শাহ। 

কেমডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর নাদিয়া শাহ বুধবার রাতে কেমডেন কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। 

কেমডেনে এর আগে ইউকের মধ্যে সবচাইতে কমবয়েসী বাংলাদেশী মেয়র ছিলেন নাসিম আলী। এবার কাউন্সিলর নাদিয়া শাহ হবেন কেমডেন কাউন্সিলে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র। একই সঙ্গে পুরো ইউকের মধ্যে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র হিসেবেও তার নাম লেখা থাকবে।

নাদিয়া শাহর জন্ম এবং বড় হওয়া লন্ডনে। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নাজরুল ইসলাম ষাটের দশকে বিলেত আসেন। ব্যাঙ্কার জীবন শেষে তিনি ব্যবসা শুরু করেন। নাদিয়ার মায়ের নাম আম্বিয়া ইসলাম। ৩ সন্তানের জননী নাদিয়া শাহের স্বামী জলিল শাহ একজন আইটি স্পেশালিস্ট। ব্যাঙ্কার নাদিয়া শাহ কেমডেনের মেয়রের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য ২০১৫ সালের বৃটিশ বেইক অব চ্যাম্পিয়ান হয়েছেন নাদিয়া আলী। বৃটিশ বাংলাদেশীদের অহঙ্কার নাদিয়া আলীর বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। 

কিছু দিন আগে বৃটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীর কেইকও বানিয়েছেন তিনি। এ দুজন ছাড়াও কমিউনিটিতে আরেক নাদিয়া আছেন। 

তিনি হলেন কমিউনিটি মিডিয়া জগতের পরিচিত মুখ এবং চ্যানেল এসের ইটস আওয়ার ডে অনুষ্ঠানের সাবেক প্রেজেন্টার নাদিয়া আলী। তিনি বর্তমানে বিবিসি রেডিওতে প্রোগ্রাম প্রেজেন্টিং করছেন।

Related

সফল মানুষ 1726973077914816058
Seo Services

সিলেট

সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত।

সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপুর্ণ শহর।

প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।

শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনি জেলা। wikipedia

সর্বমোট পাঠক

item