দুসাই রিসোর্ট: বাংলাদেশের প্রথম পাঁচতারকা মানের বুটিক ভিলা

https://sylhetviews24.blogspot.com/2016/06/blog-post_5.html
মৌলভীবাজারের গিয়াসনগরের শ্রীমঙ্গল রোডে আধুনিক এ রিসোর্টের অবস্থান। এথানেও আছে আধুনিক সব সুযোগ সুবিধা।
![]() |
দুসাই রিসোর্ট |
এছাড়া মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান আর লাউয়াছড়া জাতীয় উদ্যানও এ রিসোর্ট থেকে কাছাকাছি দূরত্বে। দুসাই রিসোর্ট বাংলাদেশের প্রথম পাঁচতারকা মানের বুটিকভিলা রিসোর্ট ও স্পা।
ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত এই রিসোর্টটি প্রায় ১০০০ ফুট সমান একটি লেক দ্বারা পরিবেষ্টিত এবং পাহাড়ের ওপর সবুজ বনানীতে অবস্থিত।
এক কোথায় এই রিসোর্টটিকে বলা যেতে পারে অবকাশযাপনের জন্য একটি আদর্শ স্থান।
![]() |
দুসাই রিসোর্ট |
কিভাবে যাবেন?
ঢাকা থেকে শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গল থেকে কিভাবে মৌলভীবাজারে কিভাবে পৌছাবেন ইতিমধ্যেই উল্ল্যেখ করা হয়েছে। দুসাই রিসোর্টে আপনি তিনভাবে পৌছাতে পারেন।
১। ঢাকা থেকে সিলেটে আকাশপথে পৌছাতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে। সিলেট থেকে রিসোর্টের গাড়িতে করে প্রায় ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রিসোর্টে পৌছাতে আপনার প্রায় দেড় ঘণ্টা সময় লাগবে।
২। সড়কপথে দুসাই রিসোর্টে পৌছাতে প্রায় পৌনে তিন ঘণ্টা থেকে চার ঘণ্টা সময় লাগবে। কুড়িল ফ্লাইওভার থেকে নতুন পূর্বাচল আবাসিক এলাকার মধ্যে দিয়ে কাঞ্চন সেতুতে পৌছাতে পাড়ি দিতে হবে ১২ কিলোমিটার পথ। এরপর কাঞ্চন সেতু থেকে রূপগঞ্জের ভুলতা মোড়ে পৌছাতে পাড়ি দিতে হবে ৭ কিলোমিটার পথ। ভুলতা মোড় থেকে হবিগঞ্জের মিরপুর মোড়ের দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার এবং সেখান থেকে শ্রীমঙ্গলের দূরত্ব ২৪ কিলোমিটার। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহর অভিমুখে দুসাই রিসোর্টে পৌছাতে আপনাকে পাড়ি দিতে হবে প্রায় ১৪ কিলোমিটার পথ।
৩। ‘পারাবত’ অথবা ‘কালিনী’ এক্সপ্রেস ট্রেনে আপনি সিলেটে পৌছাতে পারেন। এছাড়া ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে শ্রীমঙ্গল স্টেশনে পৌছার পর রিসোর্টের নিজস্ব গাড়িতে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনি এই রিসোর্টে পৌছাতে পারেন।
![]() |
দুসাই রিসোর্ট |
কি আছে ?
১। ওপেন এয়ার জাকুজির সাথে সুইমিংপুলে সাঁতার কাটতে পারেন।
২। ৫৬ আসনের সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারেন।
৩। গলফ খেলতে পারেন।
৪। নৌকাভ্রমন করতে পারেন এবং মাছ ধরতে পারেন।
৫। রিসোর্টের মনোরম পরিবেশে হেঁটে বেড়াতে পারেন।
কি খাবেন ওখানে ?
রিসোর্টের অভ্যন্তরে খাওয়ার জন্য বেশকিছু রেস্টুরেন্ট রয়েছে যেমনঃ বানানা লীফ রেস্টুরেন্ট, টি ভ্যালী রেস্টুরেন্ট, ভ্যালী ক্যাফে এন্ড বার লাউঞ্জ, এবং শীষা লাউঞ্জ।
আরো জানতে ভিজিট করুন: www.dusairesorts.com
নিচের ভিডিও দেখেন: