এসএসসি পরীক্ষায় সিলেটের পাঁচ দৃষ্টি প্রতিবন্ধীর সাফল্য

https://sylhetviews24.blogspot.com/2016/06/blog-post_75.html
বিদ্যার আলোয় বিশ্ব দেখতে চায় তারা
সিলেটে এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে দৃষ্টি প্রতিবন্ধী পাঁচ শিক্ষার্থী। এর মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে রয়েছে।
চোখের আলো না থাকলেও মেধার আলোয় চমকে দেখিয়েছে তারা। শারিরীক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাদের। সিলেট শিক্ষাবোর্ড থেকে ৫ শিক্ষার্থী ছড়িয়ে দিয়েছে সাফল্যের আলো। আলো ছড়ানো শিক্ষার্থীরা হচ্ছে নিখিল চন্দ্র দাশ, মোছা. সোহেলা আক্তার, জুবেদা খাতুন, সমীর রঞ্জন বিশ্বাস ও কয়েছ মিয়া। পরীক্ষায় পাশ করতে তাদের চরম দারিদ্র্যতা আর শারীরিক প্রতিবন্ধীকতা বাধা হতে পারেনি। তাদের লক্ষ্য এখন বিদ্যার আলো নিয়ে সামনের দিকে এগিয়ে চলা।
তাদের ইচ্ছে পুরণে কাজ করেছে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা বেসরকারী প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)। এই প্রতিষ্ঠান পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ সাফল্য অর্জন করে।
সিলেট বোর্ডের অধীনে এবারই প্রথম বারের মত ২ জন দৃষ্টি প্রতিবন্ধী বালিকা এসএসসি পাস করে। এসএসসি উত্তীর্ন কয়েছ মিয়ার ইচ্ছে কোরআনে হাফিজ হওয়া, নিখিল চন্দ্র দাশ ও জুবেদা খাতুন বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। মোছা. সোহেলা আক্তার বড় হয়ে ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখছে। সমীর রঞ্জন বিশ্বাস একজন বড় শিল্পী হতে চায়। চোখে দেখতে না পারলেও মেধা দিয়ে নিজেদেরকে শাণিত করার প্রত্যয় তাদের। মেধার শক্তি পৃথিবীর সবকিছুকে জয় করতে পারে, দেখিয়েছে জ্ঞানের পিয়াসী অদম্য দৃষ্টি প্রতিবন্ধীরা। চোখের আলো যাদের নেই তারা ব্রেইলের আলোতেই নিজেদের জ্ঞানের আলোর শিখা ছড়িয়ে দিতে চায় চারদিকে।
জানা যায়, নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তারা পরীক্ষা দেয়। ব্রেইল এবং অডিওর মাধ্যমে তারা পরীক্ষা দিয়েছেন, যেখানে দুই ক্লাস ছোট শ্রুতি লেখন তাদের উত্তর শুনে শুনে খাতায় লিখেছেন। স্কুলের নির্বাহী পরিচালক, ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. রজব আলী খান নজিব জানান, অনেক কষ্ট করে আজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি। এটি আমাদের প্রথম ব্যাচ, যারা মাধ্যমিক পাস করেছে সফল ভাবেই। এখন আমাদের লক্ষ্য তাদেরকে এইচএসসি পাস করানোর। আগামী দিনে উচ্চ শিক্ষার ব্যাপারে জিডিএফ’র পরিচালক মন্ডলী সকলের সহযোগিতা কামনা করছেন। শুরু থেকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তদের প্রতি রজব আলী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।