সিলেটের মেয়ে আমিনার নামে মসজিদ নির্মাণ হচ্ছে আমেরিকায়

https://sylhetviews24.blogspot.com/2016/06/blog-post_42.html
![]() |
মেধাবী কন্যা আমিনা |
বাংলাদেশী আমিনা(২২)। গত বছর তার গ্রাজুয়েশন এর দিন হঠাত করে মস্কিষ্কে প্রচন্ড রক্তক্ষনের কারনে মারা যান। গ্রাজুয়েট আমিনা অকাল মৃত্যুতে সারা আমেরিকায় শোকের ছায়া নেমে এসেছিল ।
বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজারের সামসুল আহমদের মেধাবী কন্যা আমিনা ছিল স্থানীয় আরলিংটনের মুসলিম কমিউনিটির প্রিয় মুখ ।
আমিনা গ্রাজুয়েশনের দিন তার সাটিফিকেট নেবার পর ক্যাম্পাসে কয়েকবার বমি করে, তার পর বাসায় এসে ঘুমিয়ে পড়ে। তার সেই ঘুম ছিল শেষ ঘুম, ঘুমের মধ্যে সে মৃত্যু বরণ করে । তার স্মৃতির প্রতি সম্মানাথে আরলিটনের বাংলাদেশী কমিউনিটি একটি মসজিদ নির্মানের প্রস্ততি নেওয়া হয় । টেস্কাসেরর আরলিংটন একটি জনবহুল বাংলাদেশই অধ্যুষিত এলাকা ।
সাউথ ওয়েষ্ট আরলিংটনে মুসলিম ঘনবসতি বৃদ্ধি পাওয়ায় আরলিংটনের মুসলিম কমিউনিটির প্রিয় মুখ মরুহুমা আমিনা আহমদের স্মরণে তার পিতা সামসুল আহমদ একটি মসজিদ নির্মানের উদ্যোগ নিয়েছেন ।
সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা সামসুল আহমদের মেয়ে ইউটা গ্রেজুয়েট মরহুমা আমিনার নামানুসারের মসজিদে আমিনা তৈরীর প্রাথমিক কাজ সম্পন্ন করেছেন ।
মসজিদে আমিনা’র জন্য ৯,৩২ একর জায়গা নির্ধারন করা হযেছে । ৫০০ জন পুরুষ ও ৩০০ জন মহিলার নামাজের ব্যবস্তাসহ ২০০ পার্কিংয়ের ব্যবস্তা রয়েছে । মসজিদে আমিনার জন্য যে কোন ধরনের অনুধান আহবান করা হচ্ছে। যে কোন ধরনের অনুদান ট্রাস্ক ক্রেডিট পাবে । সাউথ ওয়েষ্ট আরলিংটনের মুসলিম জনগোষ্টির জন্য একটি মসজিদ অতি জরুরী হয়ে পড়েছে , তাই সকল ধর্মপ্রান মুসলিম ভাই বোনদের কাছে মসজিদ নির্মানের ভূমি ও মসজিদ নির্মানের জন্য অনুদান আহবান করা হচ্ছে।
সামসুল আহমদ সেন্ট্রাল ফ্লোরিডার ওরলান্ডোতে মসজিদ আল আজিজ প্রতিষ্ঠা করেছিলেন ২০০৫ সালে। সামসুল আহমদ ৪৫ বছর থেকে আমেরিকায় বসবাস করছেন ।
যোগাযোগ: সামসুল আহমদ, ৮১৭ ৯৮৩ ৪০১০ মসজিদ আমিনা ৪১১২ পিস উড ড্রা্ইভ আরলিংটন টেক্সাস ৭৬০১৬ ।