সিলেটের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার তালিকা

https://sylhetviews24.blogspot.com/2016/06/blog-post_92.html
মুক্তিযোদ্ধ :
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানী সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে।পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানী সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে।
গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙ্গালীর তৎকালীন প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতারের পূর্বে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরিকল্গপিত গণহত্যার মুখে সারাদেশে শুরু হয়ে যায় প্রতিরোধযুদ্ধ; জীবন বাঁচাতে প্রায় ১ কোটি মানুষ পার্শ্ববর্তী ভারতে আশ্রয় গ্রহণ করে।
পাকিস্তানী সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙ্গালী সদস্য এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে পাকিস্তানী সামরিক বাহিনীর কব্জা থেকে মুক্ত করতে কয়েক মাসের মধ্যে গড়ে তোলে মুক্তিবাহিনী। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে মুক্তিবাহিনী সারাদেশে পাকিস্তানী হানাদার বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সাহায্য লাভ করে।
ডিসেম্বরের শুরুর দিকে যখন পাকিস্তানী সামরিক বাহিনীর পতন আনিবার্য হয়ে ওঠে, তখন পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অত:পর ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরিভাবে জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতোমধ্যে পর্যদুস্ত ও হতোদ্যম পাকিস্তানী সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে।
১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান ৯৩,০০০ হাজার সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরই মাধ্যমে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়; প্রতিষ্ঠিত হয় বাঙ্গালী জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
বাংলা ভাষা আন্দোলন ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণ দাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ বপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী।
১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়। কিন্তু পাকিস্তানের দু’টি অংশ - পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য বিরাজ করছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানে অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কার্যতঃ পূর্ব পাকিস্তান অংশের বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাংলাভাষার সম-মর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন দ্রুত দানা বেধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ-মিছিল ইত্যাদি বে-আইনী ও নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক[১], সালাম, বরকত-সহ[২][৩] আরও অনেকে। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এ ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ক্রমবর্ধমান গণআন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষাবধি নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ১৯৫৬ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা বৈশ্বিক পর্যায়ে সাংবার্ষিকভাবে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়
বাংলা ভাষা আন্দোলন ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণ দাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ বপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী।
১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়। কিন্তু পাকিস্তানের দু’টি অংশ - পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য বিরাজ করছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানে অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কার্যতঃ পূর্ব পাকিস্তান অংশের বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাংলাভাষার সম-মর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন দ্রুত দানা বেধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ-মিছিল ইত্যাদি বে-আইনী ও নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক[১], সালাম, বরকত-সহ[২][৩] আরও অনেকে। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এ ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ক্রমবর্ধমান গণআন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষাবধি নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ১৯৫৬ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা বৈশ্বিক পর্যায়ে সাংবার্ষিকভাবে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়
সিলেট সদর উপজেলায় যে সকল মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে অপরিসীম কৃতিত্বরেখেখেতাব অর্জন করেছেন তাঁরা হচ্ছেন:
১. মরহুম ইয়ামিন চৌধুরী, বীর বিক্রম
পিতা : মরহুম আব্দুল হামিদচৌধুরী
মাতা : মরহুমা সৈয়দা খাতুনচৌধুরী
জন্ম : ১ নভেম্বর ১৯৪৯ মৃত্যু : ২৬ জানুয়ারি ১৯৯৬
৭৩, ঝরনার পার, কুমারপাড়া, সিলেট।
যেসেক্টরে যুদ্ধ করেছেন: সেক্টর নং-৫ সাবসেক্টরভোলাগঞ্জ ইকো-১
২. ইনামুল হক চৌধুরী বীর প্রতীক
প্রাক্তন সংসদ সদস্য (সিলেট-২ আসন)
পিতা : মরহুম বশিরম্নল হকচৌধুরী ; মাতা: মরহুমা সাবেরা খানমচৌধুরী
জন্ম : ১৯জুলাই ১৯৪৬
নিলয়, ২০চৌহাট্টা, সিলেট।
যেসেক্টরে যুদ্ধ করেছেন--সেক্টর নং-৫ সাবসেক্টর বালাট, ভারপ্রাপ্ত সাবসেক্টর কমান্ডার
প্রশিক্ষণকেন্দ্র-ইকো-১, মেঘালয়, ভারত।
৩. সিরাজুল ইসলাম, বীর প্রতীক
পিতা : মরহুম আলফু মিয়া শিকদার মাতা: মৃত ছবিরম্নননেছা
জন্ম: ১৯ মার্চ ১৯৪৮
৮/এ নুরানী, সুবিদবাজার, সিলেট
যেসেক্টরে যুদ্ধ করেছেন:সেক্টর নং ৫, সাবসেক্টর বালাট, কোম্পানি কমান্ডার
৪. মখলিছুর রহমান বীর প্রতিক
গ্রাম: দিঘীর পার, ডাকঘর: শিবের বাজার,
থানা: জালালাবাদ,সদর,সিলেট।
ইউনিয়ন : ২ নং হাটখোলা
সিলেট সদর জালালাবাদ থানা কন্ডার,
এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে এ উপজেলা হতে আরও যারা স্বাধীনতা যদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের নামের তালিকা:
মুক্তিযোদ্ধাদের তালিকা
উপজেলারনামঃসিলেটসদর জেলারনামঃসিলেট
ক্রঃ
নং গেজেটনং মুক্তিবার্তানং মুক্তিযোদ্ধারনামপিতারনাম গ্রাম/মহল¬া ইউনিয়ন/
পৌরসভা মন্তব্য
০১ --- ০৫০১০১০৬৪৩মোঃচমকআলীপিংমৃত আঃবারী দ্বিগলবাক জালালাবাদ
০২ ৫৯ ০৫০১০১০০৮৫ছৈফউল্লা নছিমউল¬া কালিরগাঁও
০৩ ৬০ -------------- নুরমিয়া আঃগফুর কালারুকা
০৪ ৬১ --------------- মোজাম্মেলআলীহারেছআলী রায়েরগাঁও
০৫ ২৪৬ ০৫০১০১০০৭৭ শান্তরামবিশ্বাস অনন্তরামবিশ্বাস কালারুকা
০৬ ২৪৮ ০৫০১০১০০৮৩ ইন্তাজআলী আঃমালিক কালিরগাঁও
০৭ ২৫২ ০৫০১০১০১৯০ইউনুছআলী আঃজব্বার কালিরগাঁও
০৮ ৩৮৯ ০৫০১০১০২০৩রুস্তমআলী ওয়াজিদআলী কালারুকা
০৯ ৪৩৬৮------------- মোঃমনোহরআলী আঃরহমান রায়েরগাঁও
১০ ৫৪৭ ০৫০১০১০১০৫ মোঃআঃমালিক বরকতউল¬া আলীনগর
১১ ---- ০৫০১০১০৩০৩খলিলুররহমান ইউনুছআলীতালুকদার উমাইরগাঁও হাটখোলা
১২ ২৫৫ ০৫০১০১০৩৩৪মোঃআঃরহমানওয়াআলী পাগইল
১৩ ৭৯ ০৫০১০১০৩৫০জলিল মিয়া ফজরআলী পাগইল
১৪ ৮০ ------------- সাজিদআলী উছমানআলী উমাইরগাঁও
১৫ ৮১ -------------- নুরুলইসলাম আরফানআলী উমাইরগাঁও
১৬ ৮২ ০৫০১০১০১৫৫ ইদ্রিসআলী আবিদআলী বড়কাপন
১৭ ৮৪ ০৫০১০১০১৫৯শ্রীপ্রবীরচন্দ্র পি:মৃ: প্রহল¬াদচন্দ্র পাগইল
১৮ ৮৬ ০৫০১০১০১৬৩ আনিছমিয়া পি:মৃ: রিয়াছদমিয়া বড়কাপন
১৯ ২৫৬ ০৫০১০১০৩৩৮ মৃতমো: আ: রহমান পি:মৃ: মছদ্দরআলী ইসলামগঞ্জ
২০ ২৫৮ ০৫০১০১০০৪৪ ছইদআলী পি:মৃ: আব্দুলআলী বড়কাপন
২১ ৩৮৮ ০৫০১০১০৩৩৭মৃতমনিরউদ্দীনপি:মৃ: আব্দুলজলিল ফকিরেরগাঁও
২২ ৪৪৮ ------------- মো: জমশেদআলী পি:মৃ: তৈয়বআলী দখড়ী
২৩ ৫৪১ ০৫০১০১০৩৪৭ সুধীরচন্দ্রনাথ পি:মৃ: সমরচন্দ্রনাথ উমাইরগাঁও
২৪ ৫৪৫ ------------- মো: ছিদ্দিকআলী পি:মৃ: হাসনআলী দখড়ী
২৫ ৭৭ ০৫০১০১০৩২৪ চাঁনমিয়া পি:মৃ: এক্রামআলী উমাইরগাঁও
২৬ ----- ০৫০১০১০১০৫ আব্দুলমালিক পি:মৃ: বরফউল¬্যা আলীনগর খাদিমনগর
২৭ ----- ০৫০১০১০১৭১ মো: খলিলমিয়া পি:মৃ: অসফরআলী উন্দারপড়া
২৮ ----- ০৫০১০১০১৭৩মো: হোসেনআহমদ পি:মৃ: আব্দুলগফুর ছালিয়া
২৯ ----- ০৫০১০১০১৮০উপেন্দ্রবরাইক পি:মৃ: টোটংগাবড়াইক খাদিমচাবাগান
৩০ ----- ০৫০১০১০৬৬৫ মোঃশামছুমিয়া পিঃমৃঃসফরআলী কোনাগাও
৩১ ৮৭ ০৫০১০১০১৮১মৃতমন্টুগোয়ালাপি:মৃ: সীতারামগোয়ালা খাদিমনগর
৩২ ২৬৫ ০৫০১০১০১৭৯ মৃতজিতেন্দ্রবসাক পি:মৃ: ক্লিববসাকখাদিমনগর
৩৩ ২৭০ -------------- মৃতঅতিতনায়েক পি:মৃ: মন্দিরেরনায়েক গৌতমগার্ডেন
৩৪ ২৭২ ০৫০১০১০৫৩৩গণেশপাত্র পি:মৃ: গৌরীপাত্রআলাইভহর
৩৫ ২৭৬ ০৫০১০১০৫৭২ গৌরীদাশছত্রী পি:মৃ: নীলকন্ঠছত্রী খাদিমনগর
৩৬ ২৮২ ০৫০১০১০৫৮০দুরুশকর্মকার পি:মৃ: মংরাকর্মকার খাদিমনগর
৩৭ ৩৯৭ -------------- মৃতআ: গনি পি:মৃ: জমিদারখাঁন বড়শালা
৩৮ ৩৭৭ ০৫০১০১০৩৩১শিবুচয়নদাস পি:মৃ: গীরেশচন্দ্রদাশ নাকচাবড়া
৩৯ ৪৩৬ ------------ মাদবকর্মকার পিমৃমোহমবাহাদুরকর্মকারছড়াগাঁং
৪০ ৪৯৬ ০৫০১০১০১৩২শহিদসুরুজআলী পি:মৃ: কেরামতআলী কালাগুল
৪১ ৫০৬ ০৫০১০১০৪৯৮কোকিলমনিশর্মা পি:মৃ: কুলচন্দ্রশর্মা নালিয়া
৪২ ৪৩৬২ -------------- সাইফুররহমান পি:মৃ: হাজীআজিজুলহক ছালিয়া
৪৩ ৩৮৪ ০৫০১০১০১৩৩ছবিছত্রি পি:মৃ: ফকিরছত্রী খাদিমচাবাগান
৪৪ ----- ০৫০১০১০১৪৬শ্রীজহুরলালকুর্মী পি:মৃ: নন্দলালকুর্মী খাদিমচাবাগান
৪৫ ------ ০৫০১০১০১৬৮ মো:আফতাবমিয়া(মাখন)পি:মৃ: মো: কাছনমিয়া উসমানীগুচ্ছগ্রাম খাদিমপাড়া
৪৬ ২৯০ ০৫০১০১০৫২৮মৃতগৌরপদচক্রবর্তী পি:মৃ: গুপ্তনাথচক্রবর্তী আদর্শগ্রাম
৪৭ ২৯১ ০৫০১০১০৫২৪ মৃতকালামিয়া পি:মৃ: আফাজউদ্দীন কল্পগাঁও
৪৮ ৪৩১ -------------- নুরুলইসলাম(উমাধনসিং) পিঃমৃঃআনুসিং বহরমনিপুরীবস্তি
৪৯ ৪৩২ -------------- শ্রীসিতেশচন্দ্রনাথ পিঃমৃঃরমেশনাথ নাথপাড়া
৫০ ৪৮৪ ------------- আব্দুলআজাদ পিঃমৃঃসাজিদআলী খাদিমপাড়া
৫১ ৫৩৯ ০৫০১০১০৬২২মোঃময়নামিয়া পিঃমৃঃতছিরআলী খাদিমপাড়া
৫২ ৫৪০ -------------- মোঃনাজিমকয়েসচৌঃ পিঃমৃঃআব্দুলমোমিনচৌঃখাদিমপাড়া
৫৩ ৫২৬ ------------ আব্দুলজব্বার পিঃমৃঃমন্তাজআলী কেওয়া
৫৪ ৫৫২ ০৫০১০১০৬০৪কর্নেলঅবঃআজিজুররেজাচৌঃ পিঃমৃঃমজিদরাজাচৌঃ গ্রীনহীল
৫৫ ২৮৭ ০৫০১০১০১১১ শ্রীনিশিরচন্দ্র পিঃমৃঃশ্রীপ্রহলাদচন্দ্র মুরাদপুর
৫৬ ৫৪৬ ০৫০১০১০৪০৭ পতাকিরঞ্জনদাস পিঃমৃঃমুকুলমোহনদাস নাথপাড়া
৫৭ --- ০৫০১০১০৩৭২ মোঃফজলুরহমানচৌঃ পিঃমৃঃআব্দুসছত্তারচৌঃ বালুচর টুলটিকর
৫৮ ৪৫৯৩ ০৫০১০১০৫০৩মোঃআব্দুলনুর(রুপ) পিঃমৃঃআব্দুলগনি আলইসলাহবালুচর
৫৯ ৩৭৪ -------------- মোঃমুহিবুররহমান পিঃমৃঃহাজীআঃনুর মিরাপাড়া
৬০ ৩৭৫ ------------ মোঃআনোয়ারআলী পিঃমৃঃফরমুজআলী টুলটিকর
৬১ ৪০৯ ০৫০১০১০৪১৭ দুদুমিয়াপিঃমৃঃআমানউল¬া মিরাপাড়া
৬২ ---- ০৫০১০১০২৭১ নিমাইসিংভৌমিক পিঃমৃঃকাশীনাথসিংভৌমিক কেওয়াছড়া টুকেরবাজার
৬৩ ---- ০৫০১০১০৩৭৮ সুবেঃমোশারফহোসেন পিঃমৃঃমৌআঃওয়াজিদ মইয়ারচর
৬৪ ---- ০৫০১০১০৪৬১শংকরদাস পিঃমৃঃশচীন্দ্রদাস দলদলি
৬৫ ২৯ ০৫০১০১০৫০০ মোঃকুদরতউল¬া পিঃমৃঃসোনাউল¬া টুকেরবাজার
৬৬ ----- ০৫০১০১০৬৬৪ খুরশিদআলী পিঃমৃঃকুটিমিয়ানোয়াগাও
৬৭ ১৩ ------------ আব্দুলআজিজ পিঃমৃঃশুকুরউল¬া নোয়াগাও
৬৮ ২৯৫ ----------- মোঃআব্দুলমছব্বির পিঃমৃঃসৈয়দউল¬া পীরপুর
৬৯ ১৪৭ ----------- মোঃসুরুজমিয়াপিঃমৃঃমোজাফরমিয়া আখালিঘাট
৭০ ২৮৪ ০৫০১০১০৫৮২অর্জুননায়েক পিঃমৃঃআতিয়ানায়েক মালনীছড়া
৭১ ৩০০ -------------- দুধকমলমৃধা পিঃমৃঃনন্দমৃধা তেলিহাটি
৭২ ৩৫১ -------------- শ্রীমথুরাদাস পিঃমৃঃজয়ন্তিদাস দলদলি
৭৩ ৩৬৯ -------------- শ্রীরামপ্রসাদবাউরী পিঃমৃঃমহেন্দ্রবাউরী দলদলি
৭৪ ৩৭২ -------------- গোপেশবাউরী পিঃমৃঃগোপালীবাউরী মালনীছড়া
৭৫ ৫৫০ -------------- মনোহরআলী পিঃমৃঃআয়াছআলী মইয়ারচর
৭৬ ৪১১ -------------- ফজলুররহমান পিঃমৃঃসাদেকআলী আখালিঘাট
৭৭ ২৭৭ -------------- সুরংবরাই পিঃমৃঃসতেন্দ্রবরাই মালনীছড়া
৭৮ ২৯৫ -------------- মোঃমছব্বিরআলী পিঃমৃঃসৈয়দউল¬া পীরপুর
৭৯ ২৯৬ ০৫০১০১০২০৯ লালগঞ্জুপিঃমৃঃমংলগঞ্জু হিলুয়াছড়া
৮০ ২৮৪ ------------- অর্জুননায়েক পিঃমৃঃআতিয়ানায়েক মালনীছড়া
৮১ ৩৮৭ ------------ সুবলদাশ পিঃমৃঃহরিপদদাশ কেওয়াছড়া
৮২ ---- ০৫০১০১০৩৮১ মোঃমন্তাজআলীযুদ্ধাহতপিঃমৃঃহাজীসোনামিয়া পালপুর মোগলগাও
৮৩ --- ০৫০১০১০৬৬২ অজিতউল¬া পিঃমৃঃআমজাদআলী মোগলগাও
৮৪ ২৭ ০৫০১০১০২৪৮জিয়াদউল¬া পিঃমৃঃআমজেদআলী মোগলগাও
৮৫ ৩২ ---------মোঃআসকদআলী পিঃমৃঃজয়ফরআলী মোগলগাও
৮৬ ৩৩ ০৫০১০১০২২২ আব্দুললতিফ পিঃমৃঃইয়াকুবআলী মোগলগাও
৮৭ ৩৪ ০৫০১০১০২৪৬সিরাজহোসেন পিঃমৃঃআলীবক্সমুন্সী মোগলগাও
৮৮ ৩৬ ০৫০১০১০৩১৮ আব্দুলনুর পিঃমৃঃওয়াহিদআরী মোগলগাও
৮৯ ৩৭ ০৫০১০১০৩৯০মোঃইর্শাদআলী পিঃমৃঃহাফিজআলী মোগলগাও
৯০ ১৫০ ০৫০১০১০০০২ সফিকুররহমান পিঃমৃঃআখলমিয়া খসরগাও
৯১ ১৫২ -------------- মোঃআব্দুলমনাফ পিঃমৃঃআত্তরআলী কাজিরগাও
৯২ ১৫৪ ০৫০১০১০১৪৮মোঃরাশিদআলীপিঃমৃঃবশিরআলী কাজিরগাও
৯৩ ৩৬৭ ০৫০১০১০২১০ ছোয়াবআলী পিঃমৃঃমুন্সীআব্দুলকাদির আউশা
৯৪ ৩৬৬ ০৫০১০১০৪১৪ মদরিছআলী পিঃমৃঃহারিছউল¬া চানপুর
৯৫ ৪৬২২ ০৫০১০১০৩৩৩ তজমুলআলী পিঃমৃঃউসমানআলী বানাগাও
৯৬ ৫৪৪ ------------- মোঃআব্দুররহমান পিঃমৃঃআয়াতউল¬া গালমশাহ
৯৭ ---- ০৫০১০১০০০৩ওছিদউল¬া পিঃমৃঃমোঃআলীমউল¬ানলকট কান্দিগাও
৯৮ ---- ০৫০১০১০০০৪ মোঃছফিরউদ্দিন পিঃমৃঃআখলুমিয়া নীলগাও
৯৯ ---- ০৫০১০১০০৩৮ মোঃরইছআলী পিঃমৃঃচান্দইমিয়া নৈরপুতা
১০০ ৩৬৪ ০৫০১০১০১৩৬ শহীদআঃবারিক পিঃমৃঃমোঃইব্রাহিমআলীনীলগাও
১০১ ---- ০৫০১০১০১৮৪মোঃরহমানমিয়া পিঃমৃঃমদনআলী নৈরপুতা
১০২ ১৬৩ ------------ মোঃখুর্শিদআলী পিঃমৃঃকুটিমিয়ানলকট
১০৩ ১৬৭ ০৫০১০১০০৩৭জহিরআলী পিঃমৃঃআব্দুলমজিদ নৈরপুতা
১০৪ ১৬৮ ------------ লালমিয়া পিঃমৃঃফরমুজআলী ণীলগাও
১০৫ ১৭০ ০৫০১০১০২২৬রহমানআলী পিঃমৃঃআছনআলী কান্দিগাও
১০৬ ৩৬৪ -------------- আব্দুলবারিক পিঃমৃঃইব্রাহিমআরী নোয়াগাও
১০৭ ৪৫৯১ ০৫০১০১০২৩৯মন্তাজআলী পিঃমৃঃকমরুমিয়া নোয়াগাও
১০৮ ৪১২ ০৫০১০১০৪৭৬প্রদীপজ্যোতিপাল শ্রীগোপীরঞ্জনপাল জাঙ্গাইল
১০৯ ৩৯ ০৫০১০১০০০৫ রশিদআলী পিঃমৃঃআমদআলী নৈরপুতা
১১০ ৪১ ০৫০১০১০১৫২ মোঃরইছআলী পিঃমৃঃচান্দাইময়িা নৈরপুতা
১১১ ১৮০ ------------ মকবুলআলী পিঃমৃঃআয়াতআলী নলকট
১১২ ১৮১ ০৫০১০১০৩৭৫মোঃমোসলিমহাওলাঃ পিঃমৃঃতালেবআলী সোনাতলা
১১৩ ৩৯৩ ০৫০১০১০১৮৪রহমানআলী পিঃমৃঃমদনআলী নৈরপুতা
১১৪ ১৭২ ০৫০১০১০২২৮গোপালগোবিন্দপাল পিঃমৃঃগেনেন্দ্রপাল মেদেনীমহল
১১৫ ১৮২ ------------ মকবুলআলী পিঃমৃঃওয়াতিরআলী নৈরপুতা
১১৬ ১৪৮ ------------ চানমিয়া পিঃমৃঃরুস্তমআলী মীরেরগাও