জাতীয় সংসদে ২৮ বার বাজেট পেশ করলেন সিলেটিরা

জাতীয় সংসদে ২৮ বার বাজেট পেশ করলেন সিলেটিরা
বা থেকে প্রয়াত শাহ এএমএস কিবরিয়া, প্রয়াত এম. সাইফুর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত


বাংলাদেশ জাতীয় সংসদে অষ্টম বারের মতো বাজেট পেশ করছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার এই বাজেট পেশের মধ্য দিয়ে জাতীয় সংসদে সিলেটি অর্থমন্ত্রীরা ২৮ বার বাজেট পেশ করছেন। ১৯৭২ সালে জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশের প্রথম বাজেট পেশের পর এ পর্যন্ত মোট ১১ জন অর্থমন্ত্রী ৪৫টি বাজেট পেশ করেছেন।

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে সিলেটের প্রয়াত সাইফুর রহমান, প্রয়াত শাহ এএমএস কিবরিয়া এবং আবুল মাল আবদুল মুহিত মিলে মোট ২৮ বার বাজেট পেশ করেছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে অর্থমন্ত্রী হিসেবে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী মুহিত। এটি হচ্ছে জতীয় সংসদে দেশের ৪৫তম বাজেট। আর মুহিতের নিজের ১০ম বারের মতো বাজেট পেশ।

জিয়াউর রহমান গণভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮০-১৯৮১ ও ১৯৮১-১৯৮২ অর্থবছরে পরপর দুইবার সিলেটের সন্তান সাইফুর রহমান বাজেট পেশ করেন। ১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে সাইফুর রহমান ১৯৯১-১৯৯২ অর্থবছর থেকে ১৯৯৫-১৯৯৬ অর্থবছর পর্যন্ত মোট ৫টি বাজেট পেশ করেন।

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান সিলেটের আরেক কৃতি সন্তান শাহ এএমএস কিবরিয়া। তিনি ১৯৯৬-১৯৯৭ অর্থবছর থেকে ২০০১-২০০২ অর্থবছর পর্যন্ত টানা ছয়টি বাজেট পেশ করেন।

২০০১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করে। এ মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে আবারো ২০০২-২০০৩ অর্থবছর থেকে ২০০৬-২০০৭ অর্থবছর পর্যন্ত ৫টি বাজেট পেশ করেন এম. সাইফুর রহমান। তিনি সংসদে মোট ১২ বার বাজেট পেশ করে ইতিহাসের চিরস্মরণীয় হয়ে আছেন।

২০০৯ সালে ক্ষমতা লাভ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতত্বাধীন মহাজোট সরকার। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। তিনি ২০০৯-২০১০ অর্থবছর থেকে মহাজোট সরকার পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর চলতি ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত টানা ৮টি বাজেট পেশ করেন। এ নিয়ে তিনি ১০ বার বাজেট পেশ করেছেন। মুহিত ১৯৮২-১৯৮৩ অর্থবছরে এরশাদের শাসনামলে প্রথমবারের মতো বাজেট পেশ করেছিলেন। পরে এরশাদ সরকারের আমলে ১৯৮৩-৮৪ অর্থবছরে আরেকটি বাজেট পেশ করেছিলেন তিনি। খবর সুত্র: সিলেটভিউ২৪ডটকম

Related

সফল মানুষ 556819599083959063
Seo Services

সিলেট

সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত।

সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপুর্ণ শহর।

প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।

শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনি জেলা। wikipedia

সর্বমোট পাঠক

item