বিডিঅ্যাপস অ্যাপাথন প্রতিযোগিতায় সিলেট লিডিং ইউনিভার্সিটি প্রথম

দেশে এবারে প্রথমবারের মতো এবার অনুষ্ঠিত হয়েছে বিডিঅ্যাপস অ্যাপাথন ২০১৯। রবি বিডিঅ্যাপস এর ব্যানারে এই অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিযোগিতায় অংশ নেন দেশের ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

এতে প্রথম স্থান অধিকার করেন সিলেট লিডিং ইউনিভার্সিটির দল টিম এক্স। সড়ক ও ড্রাইভিং নিরাপত্তা নিয়ে তৈরিকৃত একটি অ্যাপের মাধ্যমে তারা উক্ত পুরস্কার জেতেন। এছাড়াও বিশেষ ধরনের ভিপিএন এবং শিশুদের শিক্ষামূলক অ্যাপস তৈরির মাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেন দুইটি দল।

অ্যাপাথন প্রতিযোগিতাটিতে প্রাথমিকভাবে ৬০টি দল অংশগ্রহণ করে যেখান থেকে পরবর্তীতে ১২টি দলকে তাদের সেবাটি প্রদর্শনের জন্য চুড়ান্ত পর্বে আমন্ত্রণ জানানো হয়। গত ১৮ ডিসেম্বর ২০১৯ একটি গ্রান্ড ফিনালের মাধ্যমে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বেছে নেয়া হয় বিজয়ীদের।

অ্যাপাথনের চুড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজার মোঃ সালাহ উদ্দিন, বিডিঅ্যাপস এর বিজনেস ম্যানেজার মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ডাটাসিস লিমিটেডের প্রধান নির্বাহী এসএম রিফাত মেনন।

Related

খবর 435014262569862646
Seo Services

সিলেট

সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত।

সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপুর্ণ শহর।

প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।

শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনি জেলা। wikipedia

সর্বমোট পাঠক

item