লন্ডনের টাওয়ার হ্যামলেটস ডেপুটি স্পিকার হলেন আমাদের সাবিনা

https://sylhetviews24.blogspot.com/2016/05/blog-post_24.html
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছেন সাবিনা আক্তার।
তিনি ২০১৬/১৭ অর্থ বছরে এই দায়িত্ব পালন করবেন। এদিকে মেয়রের কেবিনেটে কোন পরিবর্তন আনা হয়নি।
গত অর্থ বছরে নিযুক্ত কেবিনেট সদস্যরাই আগামী অর্থ বছরেও তাদের নিজ নিজ পদে বহাল থাকবেন। নতুন ডেপুটি স্পিকার সাবিনা আক্তার স্টেপনী গ্রীন ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলার। তিনি কাউন্সিলার রাজিব আহমদের স্থলাভিষিক্ত হয়েছেন।
১৮ মে বুধবার রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজিএমে তারা নির্বাচিত হন। সাবিনা আক্তার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের অধিবাসী লন্ডনের বিশিষ্ঠ কমিউনিটি নেতা ফারুক আহমদ সুন্দর মিয়ার মেয়ে।