লন্ডনের টাওয়ার হ্যামলেটস ডেপুটি স্পিকার হলেন আমাদের সাবিনা


টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছেন সাবিনা আক্তার।
তিনি ২০১৬/১৭ অর্থ বছরে এই দায়িত্ব পালন করবেন। এদিকে মেয়রের কেবিনেটে কোন পরিবর্তন আনা হয়নি।

গত অর্থ বছরে নিযুক্ত কেবিনেট সদস্যরাই আগামী অর্থ বছরেও তাদের নিজ নিজ পদে বহাল থাকবেন। নতুন ডেপুটি স্পিকার সাবিনা আক্তার স্টেপনী গ্রীন ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলার। তিনি কাউন্সিলার রাজিব আহমদের স্থলাভিষিক্ত হয়েছেন।

১৮ মে বুধবার রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজিএমে তারা নির্বাচিত হন। সাবিনা আক্তার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের অধিবাসী লন্ডনের বিশিষ্ঠ কমিউনিটি নেতা ফারুক আহমদ সুন্দর মিয়ার মেয়ে।

Related

সফল মানুষ 5680463033019904516
Seo Services

সিলেট

সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত।

সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপুর্ণ শহর।

প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।

শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনি জেলা। wikipedia

সর্বমোট পাঠক

item